ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাস থেকে কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ২, ২০২৪
যাত্রীবাহী বাস থেকে কচ্ছপ উদ্ধার

বরিশাল: সদর উপজেলার সাহেবের হাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে কচ্ছপগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (১ জুন) রাতে থানা পুলিশের সদস্যরা ভোলা থেকে গোল্ডেন লাইন নামে যশোরগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বনবিভাগকে খবর দেয়। পরে কচ্ছপগুলো উদ্ধার করে বনকর্মীরা হেফাজতে নেয়।

পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বাসের সুপার ভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ২, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।