ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে ভিসা চুক্তি হচ্ছে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ৩, ২০২৪
বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে ভিসা চুক্তি হচ্ছে  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

ঢাকা: বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচ্যুয়াল এক্সামশন অব ভিসা রিকারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সুরক্ষা ও সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছিল। ২৯টি দেশের সঙ্গে এ রকম চুক্তি আছে। এটি নিয়ে আজকে ৩০টি হলো।  

এই চুক্তি করা ডিপ্ল্যোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।