ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় ট্রাক উল্টে ২ পথচারী নিহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ৪, ২০২৪
শার্শায় ট্রাক উল্টে ২ পথচারী নিহত 

বেনাপোল (যশোর): বেনাপোল-যশোর মহাসড়কের শার্শায় ট্রাক উল্টে দুইজন পথচারী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ জুন) সকালে বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও নাভারন কলোনির শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স (৬৫)। এবং নিহত দুইজন নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিন ও আলি বক্স রাস্তার পাশ দিয়ে হাট ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্য বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাদের ধাক্কা দিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।