মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধরা।
বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। পরে দুপুর একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের দুপাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন রাজৈর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
দখলকারীদের দাবি, কোনো নোটিশ ছাড়া এসব স্থাপনা উচ্ছেদ করায় ক্ষতিগ্রস্ত হন তারা। এরই প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন।
পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুর জেলা প্রশাসক (৫ জুন) মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে বেশ কিছু ব্যক্তি দোকানপাট খুলে বসেন। এতে একদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদ করা হলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এসআরএস