ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে মিলল ঝড়-বৃষ্টির সময় নিখোঁজ বৃদ্ধার মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুন ৬, ২০২৪
পুকুরে মিলল ঝড়-বৃষ্টির সময় নিখোঁজ বৃদ্ধার মরদেহ সূর্য্য বেওয়া

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার একটি পুকুর থেকে সূর্য্য বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিলেন সূর্য্য বেওয়া।

 

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে তার মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী ছিলেন।

ওই নারীর চাচাতো ভাই আলম হোসেন জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈতৃক ভিটায় বসবাস করতেন সূর্য্য। বয়সের কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার তিন মেয়ে রয়েছে। তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি দুই দিন আগের। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।