ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ৯, ২০২৪
কালিহাতীতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবু তালেব নামে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

 

রোববার (৯ জুন) ভোরে উপজেলার মসিন্দা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবু তালেব একই উপজেলার ছাতিহাটি গ্রামের আসর আলীর ছেলে। তিনি লিচু ব্যবসায়ী।  

আহত দুজনের পরিচয় জানা যায়নি।  

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশাযোগে ছাতিহাটি যাচ্ছিলেন। পথে মসিন্দা এলাকায় অটোরিকশাটি রেললাইন পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। বাকি দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

টাঙ্গাইল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।