ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাথায় গাছ পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১১, ২০২৪
দিনাজপুরে মাথায় গাছ পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

দিনাজপুর: গাছ কাটতে গিয়ে মাথায় গাছ পড়ে আলম (৬২) নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১১ জুন) সকালে দিনাজপুর শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম নিমনগর শেখপুরা এলাকার বাসিন্দা।

জানা গেছে, কয়েকদিন আগের ঝড়ে কবরস্থানের কিছু ভেঙে যায়। মঙ্গলবার সকালে আলম ও তার সহকর্মীসহ সেই গাছ কাটতে যান। এক পর্যায়ে অসাবধানতাবশত কাটা গাছ তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।