ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ১২, ২০২৪
গাবতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  

এক দুর্ঘটনায় শফিকুল ইসলাম সুজন (৪৭) ও আবুল হাসেম (৩৮) নামে দুজন মারা গেছেন।

এছাড়া একই দিন একই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় বাবুল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে গাবতলী রূপসী বাংলা হোটেলের সামনের সড়কে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ও হাসেম মারা যান।

এদিন ভোর সাড়ে ৬টার দিকে গাবতলী ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশের রাস্তায় সিএনজির ধাক্কায় বাবুল (৪০) নামে এক বাসের স্টাফ মারা যান।

মিরপুর বিভাগের দারুস সালাম থানার (ইন্সপেক্টর অপারেশন) মো, আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গাবতলী এলাকায় তিনজন মারা গেছেন। তবে ঘটনার পরপরই একজন স্পটে মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাবুল আহত হয়ে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে মারা গেছেন।

ইন্সপেক্টর আরও জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন চালক ও অপরজন যাত্রী। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই চালক শফিকুল মারা যাযন। যাত্রী আবুল হাসেম শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।

তিনজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।