ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ জন আটক

ঢাকা: ঈদযাত্রায় বাড়তি চাহিদা ঘিরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে আটজন এবং ঠাকুরগাঁও থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, রেলওয়ে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে আটজন এবং ঠাকুরগাঁও থেকে দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার কমলাপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।