ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৮ জুন) সকালে ওই গ্রামে বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

 

নিহত আজিজুল একই গ্রামের বাসিন্দা।  

নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনে বিলে টাকজাল দিয়ে মাছ ধরছিলে আজিজুল। এ সময় বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।