ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিবি পুলিশকে মারধরের মামলায় সেই দুই ছাত্রলীগ নেতার জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
ডিবি পুলিশকে মারধরের মামলায় সেই দুই ছাত্রলীগ নেতার জামিন

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যকে মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সেই দুই নেতাকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের ৮ নম্বর আমলি আদালতের (বোয়ালমারী আদালত) বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরসুন্দর বিশ্বাস তাদের জামিন দেন।

জামিন পাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) ও সহ-সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনি (৩০)। তারা দুজনই উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বলেন, দুই ছাত্রলীগ নেতার জামিনের শুনানি আজ বুধবার দুপুরে ৮ নম্বর আমলি আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই।

গত ৯ জুন ফরিদপুরের বোয়ালমারী বাজারের স্টেশন রোডে নাটমন্দিরের সামনে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ডিবি পুলিশের এক কনস্টেবলের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতা ও ডিবি পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটলে কনস্টেবল মির্জা গোলাম গাউস আহত হন। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক মো. হান্নান বাদী হয়ে ছাত্রলীগের ওই দুই নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ করা হয়। ঘটনার রাতেই ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার তাদের জামিন দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।