ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে পিকআপচালকের মৃত্যু  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে পিকআপচালকের মৃত্যু
 

সিলেট: সিলেটে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে আব্দুল হালিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে
 
বুধবার (১৯ জুন) সকাল ৯টার দিকে বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর দুপুর ২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি পেশায় পিকআপভ্যান চালক। তার বাড়ি বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরার জন্য পাতানো জাল তুলতে যান। এরপর পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাদের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।