ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বৃহস্পতিবার থেকে টিটিপাড়া-কমলাপুর সড়ক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
বৃহস্পতিবার থেকে টিটিপাড়া-কমলাপুর সড়ক বন্ধ

ঢাকা: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণের জন্য বৃহস্পতিবার (২০ জুন) থেকে টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

বুধবার (১৯ জুন) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ শামীম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, টিটিপাড়ায় আন্ডারপাসের (চেইনেজ ০+৮২০) সংযোগ সড়ক নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এ কারণে ২০ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ অবস্থায় টিটিপাড়া-কমলাপুরগামী সড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।