ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির কার্যালয়ের সামনে তিন ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বিএনপির কার্যালয়ের সামনে তিন ককটেল বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার খবর মিলেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, বিএনপি অফিসের আশপাশে পৃথক তিন জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শোনা যাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন, তবে তাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতদের সন্ধানে আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।