ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছাদ কেটে ৪ ফাঁসির আসামির পলায়ন, পুনরায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
ছাদ কেটে ৪ ফাঁসির আসামির পলায়ন, পুনরায় গ্রেপ্তার ছাদ কেটে পালানো ৪ ফাঁসির আসামি

বগুড়া: গভীর রাতে বগুড়া কারাগারের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (ফাঁসি) চার কয়েদির পালানোর ঘটনা ঘটেছে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৫ জুন) রাত ৩টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে কয়েদিরা পলায়ন করেন৷ 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।  

বুধবার (২৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।  

তিনি বলেন, গত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে রাত সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

তবে বগুড়া জেলা কারাগার থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।