ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নেশার টাকা না পেয়ে মা-বাবাকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
নেশার টাকা না পেয়ে মা-বাবাকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক

নড়াইল: নড়াইলে মোটরসাইকেল ভাঙচুর করে মা-বাবাকে পিটিয়ে ঘরে আগুন ধরিয়ে পালিয়েছেন গোলক বিশ্বাস (২৯) নামে এক যুবক।

বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

গোলক বিশ্বাস পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলক প্রতিনিয়ত নেশার টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিলেন। বুধবার সকাল ৯টার দিকে গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চান। কিন্তু টাকা না দিলে তিনি তাদের মোটরসাইকেল ভাঙচুর করেন। সেই সঙ্গে মা-বাবাকে পিটিয়ে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।  

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।