ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

জামালপুরে উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে মাদারগঞ্জে হরতাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
জামালপুরে উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে মাদারগঞ্জে হরতাল 

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সকাল থেকে হরতাল করছে সদ্য কারাদণ্ড প্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয়রা।  

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিছিন্নভাবে তারা সড়কে নেমে আন্দোলন করছেন।

 
 
এছাড়া সকল দোকানপাট, স্কুল বন্ধসহ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ 

আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর জানান- গতকাল একটি হত্যা মামলায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

এরপর মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা৷ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপিসহ বিকেলে বিক্ষোভ মিছিলও করার কথা জানান তারা৷ 

এদিকে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য হরতাল শিথিল করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।