ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
রাঙামাটিতে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য কারাগারে

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠান বিচারক।

গ্রেপ্তাররা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা।  

এর আগে বুধবার (৩ জুলাই) রাতে ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে বাঘাইছড়ি থানা পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, পাহাড়ি নারী পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশে অপহরণ করে চক্রটি। পরে থানায় নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজছাত্রী।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ