ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সাড়ে ৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
সিরাজগঞ্জে সাড়ে ৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে অতিক্রম করছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে মাঝারি বন্যা শুরু হয়েছে।

এবং যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের সাড়ে চার হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর জানান, জেলার পাঁচটি উপজেলায় চার হাজার ৬৩০ হেক্টর ফসলি জমিতে পানি উঠেছে। তলিয়ে গেছে অনেক ফসল। পানিতে নিমজ্জিত ফসলগুলোর মধ্যে আউশ ধান, পাট, তিল, তিশি ও কলা অন্যতম। পানি নেমে যাওয়ার পর ক্ষতির পরিমাণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ