ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ

বরগুনা: বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে ৬ একর জমিতে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি গত ৫ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল আমিন মৃধা, খলিল হাওলাদার, জয়নাল ও সোলায়মান মৃধা। শনিবার বেলা ১১টার দিকে ওই জমি দখলে নেওয়ার জন্য তারা ঘেরের বাঁধ কেটে ৬০ লাখ টাকার মাছ ভাসিয়ে দেন।

ঘের মালিক সোহেল রানা বলেন, তারা স্থানীয় ইউপি সদস্য জসিম হাওলাদারের ক্ষমতার প্রভাব বিস্তার করে আমার মাছের ঘের দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্রসহ ২০-২৫ জন লোক নিয়ে ঘেরের বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেন। আমি এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছি। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবো জানি না।

বাঁধ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত খলিল ও আল-আমিন মৃধা বলেন, ওই ঘেরের ভেতরে আমাদের জমি রয়েছে। তাই আমাদের জমি আমরা বুঝে নিচ্ছি।  

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।