ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড সদৃশ বস্তু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
গাজীপুরে মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড সদৃশ বস্তু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়ার সময় পাওয়া গেছে কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তু।

সোমবার ( ৮ জুলাই) মাটির নিচ থেকে এসব গ্রেনেড পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকায় আবুল কাশেম বাড়ি নির্মাণ করতে তার জমিতে শ্রমিক দিয়ে মাটি খননের কাজ শুরু করে। সকালে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি খোঁড়ার কাজ করছিলেন। এক পর্যায়ে মাটির ৫-৬ ফুট নিচে একটি মাটির কলসি পাওয়া যায়। এ সময় কোদালের আঘাতে কলসির ভেঙে যায়। পরে কলসির ভেতর কয়েকটি পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তু দেখা যায়। এ সময় আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে স্থানীয়দের এবং জমির মালিককে বিষয়টি জানায়। খবর পেয়ে জমি মালিক পুলিশকে খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করা হবে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে। গ্রেনেড সদৃশ বস্তুগুলো পরীক্ষার জন্য ঢাকা থেকে বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।