ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পণ্ড বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পণ্ড বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পণ্ড বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট: আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পণ্ড বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭)। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয় জানায়, বিকেলে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়।  

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু।

উদ্বোধনী খেলা শুরুর আগেই বয়স যাচাই নিয়ে চরচারতলা ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দুইপক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পরে। একপর্যায়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া বাকবিতণ্ডায় লিপ্ত হন। এতে উভয় পক্ষের লোকজন মুহূর্তেই ধাওয়া, চেয়ার ছুড়াছুড়ি সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপযুক্ত পরিবেশ না থাকায় টুর্নামেন্টের সব খেলা স্থগিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় আপাতত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে বিরোধ মিটিয়ে দেওয়া হয়েছে।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।