ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
বগুড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া: শিবগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মাইশা আনজুম মৌ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেন।

মৌ শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়ার নির্মাণ শ্রমিক মজনু মিয়ার মেয়ে। তিনি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেছিলেন।

মৌয়ের বাবা মজনু মিয়া ও মা নূর নাহার জানান, শুক্রবার (১২ জুলাই) রাতে মৌ ও তার ছোটবোন মোবাশ্বিরা (০৮) রাতে একই খাটে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মৌয়ের পায়ে সাপ ছোবল দিলে তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। পরে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌর কাউন্সিলর জানান, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মৌ এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করে ভর্তির প্রতীক্ষায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।