ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
সৈয়দপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

নীলফামারী: রুটিন মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে আসা ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে চলাচলকারী খুলনা, রাজশাহীগামীসহ অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

 

শনিবার (১৩ জুলাই) বেলা ২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন কারখানার ২০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, প্রিয়ডিক্যাল ওভার হোলি বা রুটিন মেরামতের জন্য রেলওয়ে কারখানায় আনা হচ্ছিলো এসব বগি। ট্রেনটি ঈদে বিশেষ ট্রেন হিসেবে জয়দেব-পার্বতীপুর রুটে চলাচল করেছে। এই ট্রেন বহরে ১৩ কোচ রয়েছে। এরমধ্যে কয়েকটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সৈয়দপুর-পার্বতীপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ট্রেন বহরটি আটকে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরা ট্রেনটি সরাতে কাজ করছেন। তবে সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।