ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে নাফ নদে মিলল এক ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
টেকনাফে নাফ নদে মিলল এক ব্যক্তির মরদেহ

কক্সবাজার: জেলার টেকনাফে নাফ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে টেকনাফে দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির পরনে ছিল হাফ প্যান্ট। তার মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে ওই ব্যক্তির চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে, তিনি মিয়ানমারের নাগরিক হতে পারেন।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।