ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্দোলনকারীদের হটিয়ে রাজু ভাস্কর্য ছাত্রলীগের দখলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
আন্দোলনকারীদের হটিয়ে রাজু ভাস্কর্য ছাত্রলীগের দখলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে টিএসসি এলাকার দখল নিয়েছে ছাত্রলীগ | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা দখলে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টায় ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এ সময় টিএসসি এলাকায় ঢাকার বিভিন্ন অংশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কোটা ইস্যু নিয়ে ছাত্রলীগের পরবর্তী কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে থেকে ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে, যৌক্তিক পরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।



এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমাবেশস্থলে খবর ছড়ায় বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং হামলা হয়েছে। এতে উত্তেজিত কতিপয় শিক্ষার্থী সেখান থেকে বিজয় একাত্তর হলের দিকে মিছিল নিয়ে যেতে থাকেন। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় এক পর্যায়ে আন্দোলনকারীরা নীলক্ষেত ও পলাশীর দিকে সরে যান। এরপরই ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা যেন টিএসসি এলাকায় অবস্থান নিতে না পারে সেজন্য বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের একটি অংশকে সুফিয়া কামাল হলের দিকে ও আরেকটি অংশকে শাহবাগের দিকে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে অবস্থান নিতে বলা হয়। এসব নির্দেশনা দেওয়ার সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকার নিয়ন্ত্রণ হারালেও বেগম রোকেয়া হলের ভেতর থালা-বাটি পিটিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
ইএসএস/এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।