ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

জাতীয়

জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ মিলেছে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে এ হামলা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় একজন শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. রিজওয়ানুর রহমান বলেন, এখন পর্যন্ত চিকিৎসা কেন্দ্রে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহতাবস্থায় এসেছেন। তাদের চিকিৎসা চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বাংলানিউজকে বলেন, আমরা সন্ধ্যা ৭টার দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল এলাকায় গেলে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। তারা আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। যদিও তারা আগে থেকেই হামলার ব্যাপারে জানতো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই শিক্ষার্থীরা ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।