ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

ভবন নির্মাণে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো রাইফেলের ৭৮ গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
ভবন নির্মাণে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো রাইফেলের ৭৮ গুলি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি বহুতল ভবন নির্মাণের জন্য আরসিসি পিলারের ব্যাচ ঢালাইয়ের জন্য মাটি খুঁড়তে গিয়ে মাটিতে পুঁতে রাখা ৭৮টি অকেজো গুলি পেয়েছেন শ্রমিকরা। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকাল ১০টায় শহরের নতুনবাবুপাড়ার সাদ্দাম মোড়ে কাজী গোলাম আব্দুল কাদেরের নতুন বাড়ির ব্যাচ ঢালাইকালে গুলিগুলো পাওয়া যায়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, কাজী গোলাম আব্দুল কাদের একটি বহুতল ভবন নির্মাণ করছেন। বেশ কয়েকজন রাজমিস্ত্রি ওই বাড়ির নির্মাণ কাজ করছিলেন। সকালে একটি আরসিসি পিলারের ব্যাচ ঢালাই করতে গিয়ে নেহারুল মণ্ডল নামে একজন রাজমিস্ত্রি মাটির নিচে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় গুলিগুলো দেখতে পান। পরে খবর দেওয়া হলে সৈয়দপুর থানা পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে।  

গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলে বলে শনাক্ত করে পুলিশ।  

স্বাধীনতা যুদ্ধের সময় গুলিগুলো মাটিতে পুঁতে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

অনেক বছর মাটির নিচে থাকায় মরিচা ধরে গুলি অকেজো হয়ে গেছে বলেও জানায় পুলিশ।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম রাসেল পারভেজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসআরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।