ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পেল ৫ শত পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পেল ৫ শত পরিবার

ঝালকাঠি: ঝালকাঠিতে অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তার ছেলে ইঞ্জিনিয়ার রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন।  

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  জেলার  ৫ শত অসচ্ছল, গরিব, অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপহারের  প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন,দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।