ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

 

পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী, বাংলা একাডেমির পরিচালক মো. হাসান কবীর, ডা. মো. শাহাদাত হোসেন, সমীর কুমার সরকার, উপ-পরিচালক এস এম জাহাঙ্গীর কবীর, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময় ১৮১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।