ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগস্টজুড়ে শোক পালনে বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
আগস্টজুড়ে শোক পালনে বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা

ঢাকা: ‘জাতীয় শোক দিবস ২০২৪’ পালন উপলক্ষে সব ব্যাংককে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালনে নিদের্শনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১ আগস্ট) এ সম্পকির্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নিদের্শনায় বলা হয়েছে:

*  ১৫ আগস্ট ব্যাংক ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

*  কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃক আগস্ট মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে।

*  ব্যাংক ভবনসমূহে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্ট
 শ্রদ্ধা নিবেদন করতে হবে।
 
* ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্বসহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

*  বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

*  ব্যাংকের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা ও খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করতে হবে।

*  ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করতে হবে।

*  নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বা ভাষণ প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র করে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।