ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ- স্বর্ণালংকার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ- স্বর্ণালংকার লুট

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।  

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট এবং কিছু ডলার লুট করে নিয়ে যায়।  

জানা গেছে, আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রুবেল মোল্লা আমেরিকায় থাকেন। রাত ২টার দিকে আব্দুর রাজ্জাক মোল্লার ঘরের দরজা ভেঙে পাঁচ/সাতজনের একটি ডাকাতদল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ঘরে থাকা গৃহকর্তা আব্দুর রাজ্জাক, তার দুই ছেলে রিপন মোল্লা, রাকিবুল মোল্লা এবং রিপনের স্ত্রী পপি আক্তারকে বেঁধে ফেলা হয়। এছাড়া স্ত্রী পপি আক্তারকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭২ হাজার টাকা, ৮০ ডলার, দুটি মোবাইল ফোন সেট এবং দুটি টর্চলাইট লুট করে পালিয়ে যায় ডাকাতদল। এসময় ঘরের আসবাবপত্রসহ সব তছনছ করে ডাকাতদল।  

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আহত পপিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।