ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমরা শান্তির স্বপক্ষে সন্ত্রাসের বিপক্ষে: ডা. দীন মো. নূরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
আমরা শান্তির স্বপক্ষে সন্ত্রাসের বিপক্ষে: ডা. দীন মো. নূরুল

ঢাকা: আমরা শান্তির স্বপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।  

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. দীন মো. নূরুল হক বলেন, আমরা শান্তির স্বপক্ষে সন্ত্রাসের বিপক্ষে। আমরা বাংলাশেকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, অব্যাহত উন্নয়নকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ধৈর্য ধরতে হবে। সরকারকে একটু সময় দিতে হবে। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। কিন্তু কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনের ওপর ভর করেছে অশুভ শক্তি। এই অশুভ শক্তি সর্বত্র উন্নয়নে ভরপুর দেশটাকে ক্ষতবিক্ষত করেছে। আমরা তা চাই না। আমরা চাই শান্তি, প্রগতি, উন্নয়ন, জীবনের নিরাপত্তা। সব মানুষকে নিয়ে শান্তিতে ও সম্প্রীতি ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে বাঁচতে চাই।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, কোমলমতি শিক্ষার্থীর আন্দোলন ছিনতাই হয়ে গেছে। তাদের মূল দাবি আগেই মানা হয়েছে। তাদের পরবর্তী দাবিগুলোও মেনে নেওয়া হয়েছে। যারা আটক ছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থীরা আমরা চিকিৎসক, আমাদেরও তোমাদের মতো সন্তান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুয়ার তোমাদের জন্য খোলা আছে। তোমরা ঘরে ফিরে আসো। প্রধানমন্ত্রী জননেত্রী তোমাদের জন্য বেশ আন্তরিক।

শান্তি সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহামুদ হাসান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, স্বাচিপের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল, অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ প্রমুখসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।