ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
নরসিংদীতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নরসিংদী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।  

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে মহাসড়ক দখল নিয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে কয়েক হাজার আন্দোলনকারীরা।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এ সময় মাথায় জাতীয় পতাকা বেঁধে আন্দোলকারীদের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়।  

আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জেলখানা মোড়ের চারপাশ। বিকেল ৬টায় মাইকে ঘোষণা দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।

এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

পরে বিকেল সন্ধ্যা ৬টায় নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদীর সমন্বয়করা। সমন্বয়কদের পক্ষে বক্তব্য দেন শাহজালাল রহমতুল্লাহ। তিনি বলেন, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলনে নরসিংদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আরও ৬ দফা দাবি পেশ করা হলো।

১. আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব পরিবহন বন্ধ থাকবে।
২. জেলার কলকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব দোকান, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
৪. সপ্তাহে একদিন রোববার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংক সেবা চালু থাকবে।
৫. জরুরি সেবা হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে।
৬. নরসিংদী জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম করা হবে, আগ্রহীদের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সরকারকে কোনো ট্যাক্স দেব না, সরকারকে কোনো সহযোগিতা করবো না। যারা আমাদের ওপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তায় আসবো না। শুক্রবারের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানাই। আমাদের অন্যতম সমন্বয়ক তমাল গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তার জন্য দোয়া করবেন। আগামীকাল দুপুর ১২টায় আমরা ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবো।

তবে শনিবারের কর্মসূচিতে নরসিংদীর জেলখানা মোড়ের আশপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। পাশাপাশি আন্দোলনকারীদের কোনো রকম পুলিশি বাধায় পড়তে হয়নি।  

বাংলাদেশ সময় :২১৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।