ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা: কুমিল্লায় সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে।

 

রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকেও ফটকটি আটকে রাখতে দেখা গেছে শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যান। সেখান থেকে আলেখারচর এলাকায় গিয়ে আবার ফিরে আসে। পেছন থেকে তাদের আক্রমণ করে আওয়ামী লীগের লোকজন। তাদের মুহুর্মুহু গুলিতে ছড়িয়ে-ছিটিয়ে যায় শিক্ষার্থীরা। তখন ক্যান্টনমেন্ট এলাকার ফটকে শিক্ষার্থীদের ঢুকতে দেয়নি সেনাসদস্যরা। এসময় তাদের বেদম মারধর করে হামলাকারীরা। পরে হামলাকারীরা চলে গেলে শিক্ষার্থীরা আবারও এসে ক্যান্টনমেন্ট ফটক আটকে দেয়। প্রায় আড়াই ঘণ্টা ফটকটি আটকে রাখে শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকেও ক্যান্টনমেন্ট ফটকে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়। অনেকে সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে পতাকা নাড়ান। ফটকের সামনে সেনাবাহিনী হাতে হাত দিতে ধরে দাঁড়িয়ে থাকলেও কাউকে প্রতিরোধ করতে দেখা যায়নি।

কয়েকজন সমন্বয়ক জানান, আমরা শান্তিপূর্ণভাবে ক্যান্টনমেন্ট এলাকায় মিছিল করছিলাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। কেউ আমাদের উদ্ধার করেনি। আমরা এখন ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছি।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।