ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে যুবলীগ কার্যালয়ে আগুন, পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
কাঁচপুরে যুবলীগ কার্যালয়ে আগুন, পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে ভাঙচুর সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়েছে।

 

এ ছাড়া পরিত্যক্ত পুলিশ ফাঁড়ি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁনের সিএনজি স্টেশন ও মহাসড়কের কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) দুপুরে এক দফা দাবিতে কাঁচপুর এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন একটি গ্রুপ অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।

এ বিষয়ে জানতে একাধিকবার সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ঠেকাতে মাঠে নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।