ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর সেনাবাহিনীর একটি মিনিবাসে করে তাদের বঙ্গভবনে প্রকাশ করতে দেখা যায়।

সমন্বয়কদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন।

বর্তমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।