ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদদের স্মরণে রাজশাহী কলেজে দোয়া, ৮ দাবি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
শহীদদের স্মরণে রাজশাহী কলেজে দোয়া, ৮ দাবি ঘোষণা

রাজশাহী: ফ্যাসিবাদী আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে রাজশাহী কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সেখানে আট দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. সব ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে,

২. ক্যাম্পাসের ভেতরে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না

৩. শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে

৪. রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে

৫. ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংগঠিত ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

৬. একটি অরাজনৈতিক স্টুডেন্ট কমিউনিটি গঠন করতে হবে যেখানে কলেজ প্রশাসন তাদের সম্মতি জানাবে এবং কলেজে কোনো ধরনের সমস্যা হলে শিক্ষার্থীরা কমিউনিটিতে অবগত করবে

৭. কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে

৮. সম্প্রতি ছাত্রীনিবাসে নাশকতা চালানোর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কলেজ ক্যাম্পাস ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নিরাপত্তা প্রণয়নের দায়িত্ব শুধু কলেজ প্রশাসনের। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবেন।

পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাতসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।