ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তী সরকারকে আ. লীগ নেতা হানিফের অভিনন্দন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
অন্তর্বর্তী সরকারকে আ. লীগ নেতা হানিফের অভিনন্দন

কুষ্টিয়া: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ নামের পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।