ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি রূপা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি রূপা  

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা নয় কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা সীমান্ত থেকে এ রূপার গহনা উদ্ধার করা হয়।
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা নামক স্থানে অবস্থান নেন। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় নয় কেজি ২০০ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি করা হয়েছে। এছাড়া উদ্ধার করা রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।