ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

ঢাকা: বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আরও পাঁচ দেশের কূটনীতিককে ফিরতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশ অনুযায়ী মালেতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।

এ ছাড়া ওয়াশিংটনে নিযুক্ত প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় নিযুক্ত কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে নিযুক্ত তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশ ফেরানো হচ্ছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে বদলি করা হয়েছে। এ কারণে তাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানানো হলো।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রদবদল। সে অনুযায়ী এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।