ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিরোধ সপ্তাহ: আজ আহতদের পাশে দাঁড়াবেন শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
প্রতিরোধ সপ্তাহ: আজ আহতদের পাশে দাঁড়াবেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আজ শুক্রবার (১৬ আগস্ট) বিভিন্ন হাসপাতালে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শুক্রবার আমরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাব। তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করব এবং সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে অনুরোধ করব।

ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতিদ্রুত সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।