শরীয়তপুর: ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে ‘গণহত্যার নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে এদেশে গণজাগরণ তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়েছে। ভিপি নুর শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। এজন্য দেশের মধ্যে যারাই সন্ত্রাস নৈরাজ্য করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ছাত্র-জনতা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গুম, নির্যাতন ও দেশের অর্থ লুটপাটসহ বিভিন্ন অপরাধের জন্য বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআরএস