ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দিলীপ কুমার মুখোপাধ্যায়

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১৮ আগস্ট) সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এই আবেদন করেছেন। তার পদত্যাগের কারণ ব্যক্তিগত কারণে উল্লেখ করলেও বিষয়টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বলে স্থানীয়রা মনে করছেন।

তিনি বিগত আওয়ামী লীগের আমলে হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।