কুমিল্লা: ভারত থেকে আসা ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুমিল্লাসহ আশপাশের এলাকা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কিছু অংশও ডুবে গেছে।
বুধবার (২১ আগস্ট) দিনগত গভীর রাত থেকে পানি বাড়তে থাকে এবং বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে যান চলাচল ব্যাহত হতে থাকে। চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রী সাধারণ। এখনো পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া সড়কে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়েছে অনেক গাড়ি। অনেকে উল্টো লেনে যাওয়ার চেষ্টা করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতেও পানি ছিল, তবে কম। ভোর থেকে হুট করেই পানি বেড়ে যায়। এরপর থেকেই যানজট সৃষ্টি হতে থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস এলেও তেমন কোনো কাজ করতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, পুলিশ মাঠে কাজ করছে। পানি অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আরএ