ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে শ্রমিক লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে শ্রমিক লীগ নেতা আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছেন জনতা।

রোববার (২৫ আগস্ট) বিকেলে তাকে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে সোপর্দ করা হয়।

 

আটক শরিফ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।  

বিজিবির একটি সূত্র জানায়, শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এসময় গ্রামবাসী তাকে ধরে বিজিবির খোসালপুর ক্যাম্পে নিয়ে যান।  

বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিক লীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।  

এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করাতেন আর চাঁদাবাজি করতেন। এছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিচার বসিয়ে মানুষকে মারধর করতেন। এ কারণে এলাকার মানুষ তার ওপর নাখোশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাননি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।