ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তিনি।

 

সোমবার (২৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান।  

আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার (২৫ আগস্ট) বিকেলে আব্দুল মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আব্দুল মালেক অ্যাজমার রোগী ছিলেন। রাতে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার ভোরে তিনি মারা যান।

আব্দুল মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বলেন, বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়কেন্দ্রে এসেছি। সম্ভবত অ্যাজমা বেড়ে যাওয়ায় আমার বাবা মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।