ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যা কব‌লিতদের ৫২ লাখ  টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
বন্যা কব‌লিতদের ৫২ লাখ  টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

ঢাকা: ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন‌্যা কব‌লিত‌দের জন‌্য ৩৩ হাজার পাউন্ড (প্রায় ৫২ লাখ টাকা) জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ‌্য সরকার।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানায়।



এতে বলা হ‌য়ে‌ছে, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ৩৩ হাজার পাউন্ড জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে। ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার ১২ হাজার মানুষ এর দ্বারা উপকৃত হবে। এ অর্থ সহায়তা অতীব গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এটি বাস্তবায়নে সাহায্য করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও সেইভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।