ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে পাবনায় সমাবেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে পাবনায় সমাবেশ 

পাবনা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে পাবনায় সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে পাবনা প্রেসক্লাব হলরুমে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

 

পাবনা প্রেসক্লাবের সভাপতি সমকাল ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউজটোয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা।  

প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল হামিদ খান, আরটিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাসসের প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, দিনকালের প্রতিনিধি খালেদ হোসেন পরাগ, যমুনা টিভির কলিট তালুকদার, কালের কণ্ঠের প্রতিনিধি প্রবীর সাহা, এটিএন নিউজের প্রতিনিধি রিজভী জয়, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, পাবনা বার্তার মামসুল ইসলাম, ঢাকা পোস্টের রাকিব হাসনাত, কালের কণ্ঠ পাবিপ্রবি প্রতিনিধি আব্দুল আল-মামুন, আমাদের সময়ের পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, বাংলা৭১ -এর পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, জনবানীর পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার রাজিব জোয়ার্দারসহ বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সদস্যরাসহ প্রমুখ।  

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।  

প্রতিবাদ সমাবেশে প্রথমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সাতটি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে সারা দেশে কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।