ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিসাকেন্দ্রে নিরাপত্তা চেয়ে ভারতীয় হাইকমিশনের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ভিসাকেন্দ্রে নিরাপত্তা চেয়ে ভারতীয় হাইকমিশনের চিঠি

ঢাকা: রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

সোমবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি কূটনৈতিক চিঠিতে এই বাড়তি নিরাপত্তার আবেদন করা হয়।

সূত্র জানায়, ভিসাকেন্দ্রে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে লেখা চিঠিতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার ভারতীয় ভিসার জন্য আবেদনকারীরা পাসপোর্ট ফেরত চাওয়ায় তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। ভিসাকেন্দ্রের কর্মীদের হুমকি দিতে থাকেন তারা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঘাবড়ে যান ভিসাকেন্দ্রের লোকজন।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, তা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠিটি পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।